বোলিং অ্যাকশন নিয়ে বিরাট বিপদে পড়েছেন ঢাকা ডাইনামাইটসের অফ-স্পিনার আলিস আল ইসলাম। বিপিএলে অভিষেক ম্যাচ খেলার পরেই তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়।
চলতি বিপিএলে ঢাকা ঢাইনামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছেন আলিস। তার পরেই ঘটেছে যত বিপত্তি।ম্যাচ শেষে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানায় রংপুর কতৃপক্ষ।
কিন্তু ম্যাচ আম্পায়ার কোন অভিযোগ না করায় দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন সিলেট সিক্সার্সের বিপক্ষে। গতকালকের সেই ম্যাচে আম্পায়ের কঠর দৃষ্টি ছিলো আলিসের দিকে। সেই নজর আর ফাঁকি দিতে পারেননি আলিস। ম্যাচ শেষে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ার অভিযোগ জানায়।
আলিসের বোলিং অ্যাকশন প্রসঙ্গে বিপিএল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, তাঁর(আলিসের) বোলিং অ্যাকশন সন্দেহ করে আম্পায়াররা অভিযোগ দিয়েছেন। এখন আমরা অপেক্ষা করছি ম্যাচ রেফারি কি জানায় তাঁর পর আমরা ভাববো তার বিষয়ে ভবিষ্যতে কি করা যায়।'
আলিসের হাত দিয়ে বিপিএলে তৃতীয় হ্যাটট্রিক হয়েছে। কিন্তু অন্য দুই জনের থেকে আলিসের হ্যাটট্রিক একটু আলাদা। কারণ তিনি বিপিএলের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন। আলিসের বয়স এখন ২৩। তিনি ঢাকা প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলছেন। এরপর সপ্তাহ খানেক আগে ঢাকা ডাইনামাইটসের ব্যাটসম্যানদের সামনে নেটে বোলিং করছিলেন। সেই সময় তাঁর বোলিং দেখে ডাইনামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজনের পছন্দ হয়। এতোটাই পছন্দ হয় যে রংপুর রাইডার্সের বিপক্ষে তাকে মাঠে নামিয়ে দেন।
খালেদ মাহমুদ সুজনের মান রেখেছেন আলিস । প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে চলে এসেছেন সবার নজরে। চারিদিকে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভালো আলোচনার মধ্যে আলিস এক সমালোচনার জন্ম দিয়েছেন। তাঁর বোলিং অ্যাকশন এখনো আম্পায়ের সন্দেহ হয়েছে। যার জন্য বোলিং অ্যাকশন বৈধতার জন্য তাকে পরীক্ষা দিতে হতে পারে। যদি সেই পরিক্ষায় আলিস পাস না করতে পারেন তাহলে তাঁর ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যাবে।
আলিস মনে হয় এখন আফসোস করছেন রংপুরের বিপক্ষে হ্যাটট্রিকই ছিলো তাঁর বড় ভুল। ঐ হ্যাটট্রিক না হলে তিনি কারো নজরে আসতে না। তাকে নিয়ে কেউ অভিযোগ বা কথাও বলতো না।