Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধোনিকে চারে খেলানোর পরামর্শ রোহিতের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ভারত হারলেও এসসিজি-তে নজর কাড়ল রোহিতের ব্যাট৷ ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলতেন টিম ইন্ডিয়ার ডানহাতি ওপেনার৷ তা সত্বেও ৩৪ রানের ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে কোহলিদের। 

অস্ট্রেলিয়ার ২৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে মজুবত ভিতের উপর দাঁড়ান করান রোহিত৷ চতুর্থ উইকেটে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। তবে ব্যক্তিগত ৫১ রানে আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক৷ ধোনি পাঁচ নম্বরে ব্যাট করতে নামলেও চার নম্বরে নেমে শূন্য রানে ড্রেসিংরুমে ফেরেন অম্বাতি রায়ডু৷

তবে ধোনিকে চার নম্বরে ব্যাট হাতে দেখতে চান রোহিত৷ ম্যাচের পর কোহলির ডেপুটি সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি ধোনির চার নম্বরে ব্যাট করা উচিত৷ রায়ডু চার নম্বরে সম্প্রতি ভালো ব্যাট করেছে৷ তবে আমি বলল, ধোনির চার নম্বরে নামা উচিত৷ যদিও এটা কোচ ও ক্যাপ্টেনের ব্যাপার৷’

ধোনির এদিনের ৯৬ বলে ৫১ রানের ইনিংস সম্পর্কের রোহিত বলেন, ‘ধোনির স্ট্রাইক-রেট ৫০ এর উপরে৷ মাত্র ১টা ছয় এবং ৩টি চার বেরিয়েছে তাঁর ব্যাট থেকে।

প্রথম ওয়ানডেতে ব্যাটিং স্টাইকরেট নিয়ে ধোনির সমালোচনা হলে এদিন ম্যাচের পরস্থিতি ছিল অন্যরকম৷ দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে আসে৷ অজি বোলার দারুণ বল করছিল৷ এ অবস্থায় আমাদের সেঞ্চুরি পার্টনারশিপ সহজ ছিল না৷’

Bootstrap Image Preview