Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবারও উত্তাল ফ্রান্সের বিভিন্ন শহর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০২:৪১ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview


ফরাসি সরকারের আর্থিক নীতি বিরোধী ইয়েলো ভেস্ট আন্দোলনে আবারও উত্তাল ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে কয়েক হাজার ইয়েলো ভেস্ট আন্দোলনকারী রাস্তায় নেমে বিক্ষোভ করেন। 

শনিবারের ( ১২ জানুয়ারি) বিক্ষোভ থেকে অন্তত ২৪৪ জন ইয়েলো ভেস্ট আন্দোলনকারী পুলিশের হাতে আটক হয়েছে।

 জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গতবছর ১৭ নভেম্বর থেকে ফ্রান্সের বিভিন্ন শহরে ব্যাপক গণ-আন্দোলনের শুরু হয় এমানুয়েল ম্যাক্রোর সরকারের বিরুদ্ধে। ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের চাপে পড়ে গত ১০ ডিসেম্বর জ্বালানি তেলের কর বৃদ্ধি বাতিল এবং অবসর ভাতা ও ওভারটাইমের আয়ের ওপর থেকে কর প্রত্যাহারের ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। তবে জ্বালানী তেলের দাম বৃদ্ধির ইস্যুর সমাপ্তি হলেও বর্তমানে জীবনযাত্রার খরচ বৃদ্ধিসহ আরো নানান কারণে আন্দোলনের গতিবেগ চলমান থাকে।

এই নিয়ে নবম সপ্তাহে গড়িয়েছে আন্দোলন। শনিবারের আন্দোলনে সারা ফ্রান্সজুড়ে প্রায় ৮৪ হাজার মানুষ নামেন বিক্ষোভে। শুধুমাত্র প্যারিসেই নামে প্রায় আট হাজার মানুষ। সারাদেশে নিরাপত্তা বাহিনীর প্রায় ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview