Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে আলিসকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৩:৩৮ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের হয়ে অভিষেকেই রেকর্ড গড়া আলিস ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচ অফিশিয়ালরা। আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কিছু না জানালেও, ম্যাচ শেষে তার প্রতিটি বলের অ্যাকশন নিয়েই আম্পায়াররা প্রশ্ন তুলেছে বলে জানা গেছে। তবে অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে, খেলা চালিয়ে যেতে বাধা নেই আলিসের। ১৪ দিনের মধ্যে তাকে পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশন শুদ্ধ করতে হবে বলে জানিয়েছেন রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ নাসু।

বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ওর সব বলের অ্যাকশনই আম্পায়ারদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। এরই মধ্যে আমরা ঢাকা ডায়নামাইটসকে চিঠি দিয়ে তা জানিয়েছি। প্রক্রিয়া মেনেই এখন হবে পরবর্তী কার্যক্রম।’

পরীক্ষা পদ্ধতি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমাদের বোলিং অ্যাকশন রিভিউ কমিটির নিয়মটা সব ঘরোয়া প্রতিযোগিতার জন্য। সে নিয়ম অনুসারে, কারো ব্যাপারে আম্পায়ার প্রশ্ন তুললে পরবর্তী ১৪ দিনের মধ্যে তাকে আমাদের সামনে পরীক্ষা দিতে হয়। সেখানে যদি দেখি অ্যাকশন ঠিক আছে, তাহলে খেলা চালিয়ে যেতে সমস্যা নেই। আর অ্যাকশনে সমস্যা থাকলে সেটি পুনর্বাসনের মাধ্যমে ঠিক করতে হবে। আলিসের বেলায়ও এ নিয়ম প্রযোজ্য।’
 

Bootstrap Image Preview