Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া হলি ফ্লাওয়ার স্কুলের পিএসসি পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় কৃতি শিক্ষার্থীদের নতুন বছরের ক্যালেন্ডারও বিতরণ করা হয়।

রবিবার (১৩ জানুয়ারি) দুপুরে হলি ফ্লাওয়ার স্কুলে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

শিক্ষক আখতারুজ্জামানের সঞ্চালনায় ও আবুল কালাম নিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরী, জমিরুন নেছা একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেহার রঞ্জন দেব, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনুয়ার হোসেন মন্নান, ঘিলাছড়া হলি ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, আব্দুশ শহিদ (কাজল), শিক্ষক মঈন উদ্দিন আহমদ, জমিরুন নেছা একাডেমীর শিক্ষক আজিজুর রহমান মুক্তা, ঘিলাছড়া জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম,ইউপি সদস্য ফখরুল ইসলাম, কয়সর আহমদ, বুরহান উদ্দিন সিন্দু, লাল মিয়া,রেসল আহমদ প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হলি ফ্লাওয়ার স্কুলের শিক্ষক মাওলানা এরশাদ আহমদ।

Bootstrap Image Preview