প্রথম বারের মত বিপিএলের অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ।বিপিএলের ইতিহাসে তিনিই প্রথম এতো অল্প বয়সে এই দায়িত্ব পালন করছেন।সেই অধিনায়কত্বের সুবাদে বিপিএলের ১৩তম ম্যাচ খেলতে হাজির হোলেন 'বড় ভাই' মাশরাফি বিন মর্তুজার রংপুরের বিপক্ষে।
বড় ভালোবাসার 'বড় ভাই' মাশরাফির বিপক্ষে টস করার সময় হাসি মুখে ছিলেন মিরাজ। কিন্তু তাঁর বিপক্ষে দলের নেতৃত্বটা কেমন দিবেন সেটা নিয়ে তিনি হয়তো একটু নার্ভাজই ছিলেন।কিন্তু বুকে সাহস ছিলো জয়টা তাঁরই হবে।
ঠিক যেন তাই হলো রংপুর রাইডার্সকে হারিয়ে দিলেন ৫ রানে। মাশরাফি(বড় ভাই)-এর বিপক্ষে দারুণ এই জয়ের পর সংবাদ সম্মেলনে এসে জানালেন সেই জয়ের অনুভূতির কথা, আসলে এটা তো অবশ্যই ভালোলাগার কথা। কারণ 'বড় ভাই' আমাদের মাশরাফি ভাই জানি। অবশ্যই ভালো লাগার কথা। আর রংপুর গত বারের চ্যাম্পিয়ন তাদের হারানো নিজের কাছেও ভালোলাগে আর টিমের সকলের মধ্যেও ফিলিংস্টা অন্য ভাবে কাজ করে। দিন শেষে ভালো টিমের সাথে ম্যাচ জিতলে ভালোই লাগে। যেহেতু আমাদের দলটা যদি দেখেন ইয়াং আর আমাদের সেটা যদি আমরা পারফম্যান্স করতে পারি তাহলে ম্যাচ জিতাটা সহজ হয়ে যাবে। এটাই। বড় ভাইদের সাথে খেললাম ভালো লাগছে। সবাই খুব সাপোর্ট করছে । খেলা শেষে হয়তো মাশরাফি ভাইরা হেরে গিয়েছে কিন্তু সাপোর্ট করছে খুব ভালো খেলেছিস। খেলার সমায় প্রতিদ্বন্দ্বী কিন্তু খেলা শেষে আমরা নিজেরাই সবার সাথে দেখা হয় কথা।সবাই অনেক সাপোর্ট করেন।'
বিপিএলে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচে দুটি জয়ের দেখা পেয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। অন্যদিকে চার ম্যাচে দুই জয় পেয়েছে মিরাজের রাজশাহী কিংস।