Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জবিতে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু

নিজাম শামীম, জবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৮:২৩ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৮:২৩ PM

bdmorning Image Preview


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটির (ক্রিকেট) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

ক্রীড়া উপ-কমিটির (ক্রিকেট) আহ্বায়ক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূর।

উল্লেখ্য, ৫ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ৩৬টি বিভাগ অংশগ্রহণ করছে এবং প্রতিযোগিতাটি আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview