Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

থিসারা পেরেরার ঝড় ব্যাটিং কুমিল্লার রানের পাহাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview


বিপিএলের ১৪তম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভেক্টোরিয়ান। প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে
 ৫ উইকেট হারিয়ে থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে ১৮৪ রান করেছে কুমিল্লা । জয়ের জন্য ভাইকিংসের ১৮৫ রান প্রয়োজন।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৮৪/৫ 

তামিম(০), লুইস(৩৮), বিজয়(১০),ইমরুল(২৪), ডাওসন(২), আফ্রিদি(২), পেরেরা(৭৪)* ও সাইফুদ্দিন(২৫)।
উইকেট নিয়েছেনঃ খালিদ(৩), রাহী(১),ফ্রাইলিংক(১)।
চিটাগং ভাইকিংসঃমুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শেজাদ, ক্যামেরন ডেলপর্ট, মোহাম্মদ আশরাফুল, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবার্ট ফ্রিলিংক,সানজামুল ইসলাম, আবু জায়েদ ও খালেদ আহমেদ।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ স্টিভ স্মিথ (অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি,মোহাম্মদ শহীদ,মোশারফ হোসেন,মেহেদী হাসান,ইভেন লুইস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।

Bootstrap Image Preview