সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ইসলামপুর পুরাবাড়ী ছড়া থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মরদেহটি ছড়ার পানিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এয়ারর্পোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আত্মীয়-স্বজনের খোঁজে মরদেহ মর্গে রাখা হয়েছে।