Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের থেকেও হাস্যকর ভুল করলো বিগ ব্যাশ !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৪:২৭ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৪:২৮ PM

bdmorning Image Preview



চলতি বিপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই কোন না কোন ভল হচ্ছে। আর এই ভুল সংশোধনের জন্য উঠে পড়ে লেগেছে বিপিএল কমিটি। কিন্তু বিপিএলের এই ছোট খাটো ভুলের থেকে আরও বড় ভুলের জন্ম দিলো বিগ ব্যাশ লিগ। যে ভুলের জন্য মাশুল গুন্তে হলো  পার্থ স্কোর্চার্সের অভিজ্ঞ ব্যাটসম্যান মাইকেল ক্লিঙ্গারকে। 

গতকাল  রবিবার সিডনি সিক্সার্সের বিপক্ষে স্কোর্চার্সের ইনিংসের দ্বিতীয় ওভারে এই ঘটনা ঘটে। অ্যাস্টন টার্নারের নেতৃত্বে জেতার জন্য ১৭৮ রান তাড়া করছিল স্কোর্চার্স।

বেন ডোয়ারশুইসের প্রথম ওভারে স্টিভ ও’কিফিকে ক্যাচ দিয়ে আউট হন ক্লিঙ্গার।কিন্তু মজার ব্যাপার হলো ক্লিঙ্গারের সেই আউট ছিলো ওভারের সপ্তম বল। আম্পায়ারের গুনার ভুলের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। কিন্তু এই ধরণের ভুল সহজে মেনে নিতে পারছে না ক্লিঙ্গার।

খেলা শেষে এই প্রসঙ্গে স্কোর্চার্সের  প্রধান কোচ ভোজেস বলেন, 'আমরা জানতাম এটা সপ্তম বল। কিন্তু দুর্ভাগ্যের হল, আম্পায়াররা তা জানতেন না। ব্যাটিং দল হিসেবে ওভারে সাতটা বল হলে অবশ্যই আপত্তির কিছু থাকে না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের তার মাশুল দিতে হয়েছে। এটা একেবারেই আদর্শ পরিস্থিতি নয়। আর আম্পায়ারের কাজই হল প্রত্যেক ওভারের বল গোনা।'

Bootstrap Image Preview