Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে অজ্ঞাত মহিলা হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীসহ গ্রেফতার ২

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে গলাকাটা অজ্ঞাত মহিলার লাশের পরিচয় মিলেছে। সেই সাথে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে স্বামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

নিহত জুলেখা খাতুন (৩০) নওগাঁ সদর থানার গোপাই গ্রামের মানিক প্রামানিকের মেয়ে।  

গ্রেফতারকৃতরা হলেন, নিহত জুলেখা খাতুনের স্বামী মান্দা উপজেলার চকবালু গ্রামের জনাব আলী মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত নুরুল রাজাকারের ছেলে মোজাম্মেল হক (৫২)।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ জানুয়ারি) রাতে মৃত জুলেখার বাবা মানিক প্রামানিক বিভিন্ন পত্রিকায় ছবিসহ প্রকাশিত সংবাদের ভিত্তিতে আত্রাই থানায় এসে ছবি ও পড়নের কাপড় দেখে তার মেয়েকে সনাক্ত করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (১৩ জানুয়ারি) দুপুরে আত্রাই থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে চকবালু গ্রামের জনাব আলীর ছেলে বেলাল হোসেন (৩২) ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক'কে (৬৫) গ্রেফতার করে। 

মামলার এজাহারে জানা যায়, গত ২০ ডিসেম্বর জুলেখা খাতুনের (৩০) গলাকাটা লাশ উপজেলার  কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর গ্রামের ৩নং ব্রিজের পার্শ্বে ডোবায় পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে হত্যা মামলা রুজু করে।

এ বিষয়ে আত্রাই থানা ওসি মোঃ মোবারক হোসেন বলেন, নিহত জুলেখা খাতুনের স্বামী বেলাল হোসেন ও মোজাম্মেল হক নামে দুইজনকে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।

পরে সোমবার (১৪ জানুয়ারি) সকালে তাদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

Bootstrap Image Preview