অর্থ আত্মসাতের দায়ে পূবালী ব্যাংক চট্টগ্রাম নগরের চকবাজার শাখার ৩ কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম তাদেরকে চকবাজার থানায় সোপর্দ করেন।
আটকরা হলেন- পূবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী (৪১), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৫) এবং কম্পিউটার অপারেটর চন্দন দে (৩২)।
পুলিশ জানায়, চকবাজার শাখা থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের দায়ে উপ মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে ওই তিন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বাকি ৪ জন গ্রাহক পলাতক আছেন।