নির্বাচিত প্রার্থীর মৃত্যু বরণের কারণে উপ নির্বাচণ হবার কথা ছিলো কিশোরগঞ্জ-১ আসনের। এই আসনের নির্বাচিত প্রর্থী ছিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্তু আইনি জটিলতার কারণে আটকে গেল এই আসনে উপনির্বাচনের তফসিল।
এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচিত এমপি সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। ওই আসনের গেজেটও প্রকাশ করা হয়েছিল। তবে সংসদ সদস্য শপথ নেননি।’
তিনি বলেন, ‘এ বিষয়ে একটি আইনি জটিলতা রয়েছে যার কারণে তফসিল ঘোষণা করা হয়নি। সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে অবহিত হওয়ার পরে শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।’