দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যেহেতু ভারত বন্ধুপ্রতীম প্রতিবেশী তাই ভারতে আমি সম্ভবত প্রথম সফরে যাচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমা দুনিয়া সরকারের সঙ্গে আছে। তারা সরকারকে সমর্থন দিয়ে যাবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আবদুল মোমেনকে শুভেচ্ছাবার্তা পাঠান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানায়, আগামী মাসে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের আয়োজন চলছে।