Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পকে চলমান শাটডাউন তুলে নেয়ার অনুরোধ রিপাবলিকানদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ১২:০২ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের চলমান শাটডাউন ২৪ দিনে গিয়ে ঠেকেছে। শাটডাউনের কারণে অন্তত ৮ লাখ কর্মী বিনা বেতনে দিন কাটাচ্ছেন।

এতে কেবল বিরোধীদল নয়, ট্রাম্পের নিজ দলের পক্ষ থেকেও সোচ্চার হতে শুরু করেছেন অনেকেই। মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটি প্রধান লিন্ডসে গ্রাহাম রোববার ট্রাম্পকে অন্তত সাময়িকভাবে কিছুদিনের জন্য হলেও শাটডাউন তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন।

মেক্সিকো সীমানে্ত দেয়াল নির্মাণে ৫৭০ কোটি ডলার বরাদ্দ না পাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সরকারের এ অচলাবস্থা সৃষ্টি করেছেন। খবর রয়টার্সের।

ফক্স নিউজকে দেয়া সাক্ষাত্কারে গ্রাহাম বলেন, পরিস্থিতির কোনো উন্নতি না হয়ে থাকলে প্রেসিডেন্টকে অবশ্যই জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হতে হবে। তবে, সব রিপাবলিকান সদস্যের কাছে এই কৌশল পছন্দনীয় নয়।

তিনি বলেন, যদিও আমরা জরুরি অবস্থার একবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আাছ, তবে এটি খুব ভাল কোনো বিকল্প নয়।

তাই আমার অনুরোধ থাকবে সীমিত সময়ের জন্য হলেও, এই যেমন ধরুন তিন সপ্তাহ, শাটডাউন তুলে নেয়া প্রয়োজন।

অবশ্য প্রেসিডেন্ট আমাকে নিশ্চিত করে বলেছেন, একটি চুক্তিতে পৌঁছলেই শাটডাউন পুরোপুরি তুলে নেবেন।

এদিকে, সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি কমিটি প্রধান রন জনসন সিএনএনকে জানিয়েছেন, একটি দেয়াল তোলা নিয়ে দেশে জরুরি অবস্থা জারি হলে সেটি খুব ভালো কোনো উদাহরণ সৃষ্টি করবে না।

তাছাড়া, আমরা যদি এটি নিয়ে কোর্ট পর্যন্ত যাই তাহলে আর যাই হোক রাতারাতি দেয়াল তৈরি হয়ে যাবে না।

অন্যদিকে, হাউজ রিপাবলিকান স্টিভ স্ক্যালিস এবিসিকে বলেন, আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না যে বিষয়টি জরুরি অবস্থা পর্যন্ত গড়াবে। যদিও প্রেসিডেন্টের সেটি করার সম্পূর্ণ এখতিয়ার রয়েছে।

Bootstrap Image Preview