বিএনসিসির সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪জানুয়ারী) সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও হতদরিদ্রদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সুন্দরবন রেজিমেন্টের ২৪-বিএনসিসি ব্যাটেলিয়ানের ক্যাপ্টেন রবিউল ইসলাম ও সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক, সামরিক প্রশিক্ষক সাজেন্ট আবু হানিফ, ল্যান্স কর্পোরাল মোঃ হারুন-অর-রশীদ, ২৪-বিএনসিসি ব্যাটেলিয়ানের ফরিদপুরের রাজেন্দ্র কলেজের ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আলমগীর হোসেন, মোঃ মহিবুল্লাহ, আশরাফুর নাহার আঁখি,মোঃ নয়ন শেখ, ক্যাডেট ল্যান্স কর্পোরাল রাশেদ মৃধা, ক্যাডেট ল্যান্স কর্পোরাল নুরুজ্জামান, ক্যাডেট প্রতীক, ক্যাডেট সাজ্জাদ মীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।