Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘ হাইকমিশনারের মিয়ানমার সফর বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০২:২৭ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০২:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাখাইনে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানের মিয়ানমার সফর বাতিল করে দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির।

সোমবার (১৪ জানুয়ারি) জাতিসংঘের এক বিবৃতিতে রাখাইনে জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সাম্পতি রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলতি মাসের শুরুর দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আরাকান আর্মির হামলায় মিয়ানমার পুলিশের ১৩ সদস্যের প্রাণহানি ঘটে। এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট উইন্ট মিন্ট রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন। অভিযানে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানের মুখে পড়ে প্রায় সাড়ে সাত লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়েছে। তারপর দেশটির পশ্চিমাঞ্চলের এই প্রদেশে সম্প্রতি আবারো সংঘর্ষ শুরু হয়েছে।

তবে এবারের এই সংঘর্ষ চলছে দেশটির জাতিগত সশস্ত্র রাখাইন বিদ্রোহীদের সংগঠন আরাকান আর্মির সদস্যদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর। বৌদ্ধ অধ্যুষিত রাখাইনের অধিক স্বায়ত্তশাসনের দাবিতে কয়েক দশক ধরে লড়াই চালিয়ে আসছে এই বিদ্রোহীরা।

Bootstrap Image Preview