Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কমেছে মোবাইল গ্রাহকের সংখ্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ২০১৮ সালের ডিসেম্বর মাসে কমে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৯ লাখ ৮০ হাজার। নভেম্বর মাস শেষে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ছিল ১৫ কোটি ৭০ লাখ। এক মাসের ব্যবধানে এ সংখ্যা কমেছে ২০ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এই তথ্য জানিয়েছে।

বিটিআরসি’র তথ্য মতে, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের গ্রাহকের সংখ্যা সবচেয়ে বেশি। ডিসেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৭৩ হাজার। নভেম্বর মাসের তুলনায় গ্রামীণফোনের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ৪ কোটি ৬ লাখ ৮৮ হাজার গ্রাহক নিয়ে দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা। ডিসেম্বর মাসের তাদের গ্রাহক সংখ্যা কমেছে। ডিসেম্বরে গ্রাহক কমেছে বাংলালিংকেরও, তাদের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৫১ হাজার।

বিটিআরসি’র পরিসংখ্যান মতে, নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ডিসেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯ কোটি ১ লাখ ৩৪ হাজার। ফিক্সড লাইনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় খুব বেশি পরিবর্তন আসেনি। এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫৭ লাখ ৩৫ হাজার।

Bootstrap Image Preview