Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরাজদিখানে এলাকাবাসীর অর্থায়নে উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু

সিরাজদিখন (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview


সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নে একমাত্র ভবানিপুর উচ্চ বিদ্যালয় নামে একটি নতুন বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে বিদ্যালটির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারমান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানিপুর গ্রামে বিদ্যালয়ের আঙ্গিনায় প্রথমে পতাকা উত্তোলন এরপর পায়রা উড়ানো, ফলক উম্মেচন ও দোয়া করা হয়। বিদ্যালয়ের ওয়ার্কিং কমিটির আয়োজনে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ৫৬ শতাংশ জমি ক্রয় ও টিনশেড ৫টি কক্ষ করা হয়েছে। বিদ্যালয়ে ভর্তি হয়েছে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ১শ' ৩৫ জন ছাত্র-ছাত্রী।

জৈনসার ইউপি চেয়ারম্যান হাজি রফিকুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মহিউদ্দিন আহমেদ।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, বিক্রমপুর কেবি ডিগ্রি কলেজ অধ্যক্ষ শামসুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহেদ মোহাম্মদ সালেহ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সমাজসেবক আকরাম মোল্লা প্রমুখ। 

Bootstrap Image Preview