চট্টগ্রামের পাহাড়তলী বাজারে গণপিটুনীতে নিহত সাবেক আ.লীগ নেতা মো. মহিউদ্দিন সোহেল হত্যার সাথে জড়িত আরো দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার গভীর রাতে পাহাড়তলী ও সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নিহত সোহেলের বন্ধু এবং ছাত্রলীগ নেতা রিদোয়ান ফারুক রাজীব এবং মামলার এজাহারভুক্ত আসামি ও ১২নং সরাইপাড়া ওয়ার্ড যুবদল সভাপতি শওকত খান রাজু।
তবে পুলিশ ছাত্রলীগ নেতা রিদোয়ান ফারুক রাজীবকে গ্রেফতারের কথা স্বীকার করলেও এজাহারভুক্ত আসামি যুবদল সভাপতি রাজুকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করছে না।
ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, নিহত সোহেলের হত্যার সাথে জড়িত রিদোয়ান ফারুক রাজীবকে গত রবিবার গভীর রাতে পাহাড়তলী থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার বিকালে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গণপিটুনীর নামে মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যার সাথে যারা জড়িত তাদের অনেকের সাথে রিদোয়ানের যোগাযোগ ছিল। তার প্রমাণ আমরা পেয়েছি। হত্যার পরিকল্পনা নিয়ে টেলিফোনের আলাপের একটি ভয়েস রেকর্ড পুলিশের হাতে এসেছে।
এদিকে যুবদল নেতা শওকত খান রাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার ও মহানগর যুবদলের নেতারা।
অন্যদিকে অভিযোগ উঠেছে এ হত্যা মামলার মূল আসামি আওয়ামী লীগ নেতা ও সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিল সাবের সওদাগরকে আটক করলেও পরে আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতার তদবীরে তাকে ছেড়ে দিয়েছে।