Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটের নিয়ে ছিনিমিনি খেলছে কুমিল্লা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview


ঢাকা পর্বের পর এবার ঘরের মাঠ সিলেটে নিজেদের মিশন শুরু করেছে সিলেট সিক্সার্স। তিন ম্যাচ এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ওয়ার্নাররা। অন্যদিকে চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে কুমিল্লা ভেক্টোরিয়ান্স। 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০ রান। 

ব্যাটিংয়ের শুরুতে ভেক্টোরিয়ান্স বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েছে ওয়ার্নাররা। ১০ রান না হতেই তাদের ৪ উইকেট শেষ হয়ে যায়। এর পরে তো আরও করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে সিলেটের।১০ ওভার না পেরতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে।

 পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে থাকার জন্য এই দুই দলেরই জয় প্রয়োজন। সেই জয়ের লক্ষে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছে কুমিল্লা ভেক্টোরিয়ান্স। 
আজ সিলেটের দলে এসেছে দুটি পরিবর্তন। অন্যদিকে কুমিল্লার দলে তিনটি পরিবর্তন এসেছে।

সিলেট সিক্সার্সঃ ওয়ার্নার, সোহেল তানভির, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পোরান, আলক কাপালি, লিটন দাস, সাব্বির, আল আমিন, তাসকিন আহমেদ, আফিফ , নাবিল সামাদ।

কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ ইমরুল কায়েস, বিজয়, তামিম, সাইফউদ্দিন, শামসুর রহমান, জিয়াউর রহমান, মেহেদী হাসান, ডাওসন, আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরা।

Bootstrap Image Preview