Bootstrap Image Preview
ঢাকা, ০২ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইবির লোক প্রশাসন বিভাগে নবীনবরণ

ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৭:৩৬ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৭:৩৬ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতক (সম্মান) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিভাগের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিভাগের শ্রেণিকক্ষে তাদের বরণ করা হয়।

বিভাগের সহযোগী অধ্যাপক লুতফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যাপক জুলফিকার হোসেন, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মাদ সেলিম প্রমুখ।

এ সময় শিক্ষকরা নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই জন অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতি অধ্যাপক জুলফিকার হোসেন বিভাগের পাঠ্যক্রম বিতরণ করেন। এ ছাড়া অন্যান্য বিভাগে ঘরোয়া পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

Bootstrap Image Preview