Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিমলায় বিএসএফের গুলিতে যুবক নিহত

নুরনবী ইসলাম মানিক, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ ভুজারীপাড়াব সীমান্তে ৭৯১ নম্বর পিলারে খলিলুর রহমান খলিল (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরে ঘটনাটি ঘটে। নিহত খলিল পশ্চিম ছাতনাই ইউনিয়নের এক নম্বর ওয়র্ডের পশ্চিম ছাতনাই গ্রামের মোকছেদ আলীর ছেলে বলে নিশ্চিত করেছে ইউনিয়নটির ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার।

বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর ৫১ সেক্টরের ডিমলা উপজেলা বালাপাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খলিলের মরদেহ ফেরত চেয়ে ভারতের ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরন করা হলে তারা সারা দিয়েছে। দুপুরের উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview