সিলেট পর্বের দ্বিতীয় দিনে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস। সেই ম্যাচে নিজেদের নামের পরিবর্তে জার্সিতে মায়ের নাম লেখা নিয়ে মাঠে নামবে রাজশাহী কিংসের খেলোয়াড়রা।মাকে সম্মান জানাতেই এই উদ্যেগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এই যেমন কিংস ক্যাপ্টেন মিরাজের জার্সিতে লেখা থাকবে 'মিনারা'। সৌম্য সরকার তাঁর জার্সিতে লেখা থাকবে 'নমিতা'।
শুধু খেলোয়াড়রাই নয়, কোচদের জার্সিতেও থাকবে তাদের মায়ের নাম। দলের প্রধান কোচ ল্যান্স ক্লুজনারার জার্সিতে লেখা থাকবে 'ডন'।
বিপিএলের শুরু থেকেই ব্যতিক্রম ভাবে কাজ করে যাচ্ছে রাজশাহী। প্রথমে অধিনায়কের নাম ঘোষণা করলো হাতিরঝিলের মুক্ত মঞ্চে ।এরপর মাকে সম্মান জানাতে আগামীকাল তাঁরা এই বিশেষ উদ্যেগ নিয়েছে যা দলের খেলোয়াদের উজ্জীবিত করছে।
জার্সি নম্বর ঠিক রেখে নিজের নামের পরিবর্তে মায়ের নামের জার্সি পরে মাঠে নামা নিয়ে বেশ আনন্দিত রাজশাহী কিংসের খেলোয়াড়রা।
চলতি বিপিএলে এখনো পর্যন্ত রাজশাহী চার ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে তাঁরা। আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে মাঠে নামবে তারা।