Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে স্থাপনা তৈরি করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মিয়ানমার সীমান্তে শূন্য রেখার অবৈধ স্থাপনা তৈরির প্রতিবাদে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত উ লুইনকে তলব করেছে ঢাকা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে কূটনৈতিক প্রতিবাদপত্র তুলে দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, মিয়ানমার সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে দেশটি পাকা স্থাপনা তৈরি করেছে বলে জানতে পেরেছে বাংলাদেশ। সে অনুযায়ী মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে এ ঘটনার ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

তবে মিয়ানমারের রাষ্ট্রদূত পাকা স্থাপনা তৈরির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সেখানে পাকা স্থাপনা নয়, অস্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে। আর সেটা করা হয়েছে, সীমান্তের ৩শ গজের বাইরে। তবে ঢাকার প্রতিবাদ তিনি নেপিদোকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview