ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলাকে কেন্দ্র করে দেশে-বিদেশের বৃহৎ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে। বরাবরই ক্রেতাদের নানা অভিযোগ পাওয়া যায় বাণিজ্যমেলাকে কেন্দ্র করে।
একারণে ক্রেতা সাধারণের অভিযোগ জানানোর জন্য একটি অভিযোগ বাক্স রাখা হয়েছে বাণিজ্যমেলায়। কোনো অসঙ্গতি ধরা পড়লেই যেন কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু অভিযোগের বদলে সেই বাক্সে বেশকিছু খুচরো নোট দেখা গেল। এমনই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বাণিজ্যমেলা থেকে ঘুরে আসা একজন প্রত্যক্ষদর্শী জানালেন, 'আমি নিজেও দেখে হতবাক হয়েছি যে অভিযোগের বাক্সে টাকা কেন? পরে বুঝতে পারলাম আসলে তারা এটাকে দানবাক্স মনে করেছেন। এটা বোঝার ভুল হয়তো।'
সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ছবিটি পোস্ট করে লিখেছেন, 'আসলে আমরা বাঙালি জাতি অনেক দানপ্রিয় জাতি। দান করাটা একটা অভ্যাস। তাই দানবক্সে দান করার অভ্যাস অনুযায়ী বাক্স দেখলেই দান করে ফেলি।'
অনেকেই বলছেন, 'আসলেই আমরা বাক্স দেখলেই দান করতে আগ্রহী হয়ে উঠি। বাঙালি বাক্স পেলেই দান করে।