Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিলেটের উইকেটে মনে হচ্ছে তিন দিনের ম্যাচ খেলছিঃ অলক কাপালি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ১০:২৬ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ১০:৩২ PM

bdmorning Image Preview


এক মাত্র অলক কাপালি ছাড়া আর কোন ব্যাটসম্যানের রান দুই অংকের ঘরে যায়নি। এ যেন বিনা মেঘে বজ্রপাতের মত অবস্থা। দলের এক ঝাঁক তারকা খেলোয়াড় কিন্তু কেউ কুমিল্লার বোলারদের সামনে দাঁড়াতে পারলেন না। কিন্তু কেন?

চলতি বিপিএলে ঢাকা পর্বের খেলায় উইকেট বেশ সমালোচনা হয়েছে। বোলিং বান্ধব উইকেট বানিয়ে বেশ সুনাম ও দুর্নাম খুড়াচ্ছেন বিপিএল কমিটি।

বাতাসের কথা আগে থেকেই শুনা যাচ্ছিলো ঢাকার উইকেটে রান না হলেও সিলেটের মাটিতে রানের বন্যা বয়ে যাবে। বিপিএল আবারো জমে উঠবে। কিন্তু প্রথম দিনের খেলায় সব যেন দুঃস্বপ্নে পরিণত হলো। রান তো দূরের কথা কোন খেলোয়াড়ই ব্যাট হাতে বেশিক্ষণ দাঁড়াতে পারছে না।

তবে এই বোলিং বান্ধব উইকেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন সিলেট সিক্সার্সের খেলোয়াড় অলক কাপালি। তাই খেলা শেষে তাঁর কাছে জানতে চাওয়া হয় উইকেটটা কেমন ছিলো?

এমন প্রশ্নের জবাবে কাপালি বলেন,'আসলে আমার কাছে মনে হয়েছে যে, আমরা আগেই আপাল করেছিলাম যে গত বছর যে রকম হয়েছিলো সেই রকম খেলোয়াড় দলে ছিলো। তো উইকেট আমরা যে ভাবে ভেবেছিলাম যে উইকেটে খুব সুন্দর ভাবে বল আসবে । আমার কাছে উইকেট টা একটু সমস্যা মনে হয়েছে। উইকেটে যে ভাবে টার্ন করছে মনে হচ্ছে তিন দিনের ম্যাচ খেলছি।'

পুরাতন চালে যে ভাতে বাড়ে সেটা আজ দেখিয়ে দিয়েছেন জাতীয় দলের এই সাবেক অলরাউন্ডার। ৩৩ রান করেও ছিলেন অপরাজিত। বিপিএলের শুরু থেকেও তিনি বেশ ভালোই পারফম্যান্স করছেন। তবে তাঁর দল চার ম্যাচে এক জয় নিয়ে বেশ বিপদেই আছে।

Bootstrap Image Preview