Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধোনি বন্দনায় কোহলি, টেন্ডুলকার ও শেওয়াগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ১০:৩৮ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview


মঙ্গলবার অ্যাডিলেড ওভালে ‘অজি বধে’-এর প্রশংসায় ভারতের প্রাক্তনরা৷ অস্ট্রেলিয়ার ২৯৮ রান তাড়া করে অ্যাডিলেডে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতের জয়ের দুই কারিগর ক্যাপ্টেন কোহলি ও প্রাক্তন ক্যাপ্টেন ধোনির প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার প্রাক্তনদের মুখে৷

আগের ম্যাচেও ধোনির ৯৬ বলে ৫১ রানের ইনিংস নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। সামাজিক মাধ্যমগুলোতে অনেকেই কটাক্ষ করেছেন ধোনি ফুরিয়ে এসেছেন। কিন্তু একম্যাচ পরেই ধোনি আবার নিজেকে প্রমাণ করলেন।

ধোনির প্রশংসায় প্রাক্তন ক্রিকেটার শেওয়াগ ট্যুইটারে লিখেছেন, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।

মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার ট্যুইটার লিখেন, একটি অসাধারণ জয় এবং প্রশংসণীয় ইনিংস খেললেন কোহলি। ধোনি এবং কার্তিক দায়িত্বশীলতার সঙ্গে দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেন।

স্পেশাল লক্ষ্ণণ বলেন, ‘রান তাড়া করে দুর্দান্ত জয়৷ বিরাটের দারুণ শতরান জয় সহজ করে দেয়৷ শেষ পর্যন্ত খেলে ম্যাচটা দারুণভাবে শেষ করেন ধোনি৷ ওকে সঙ্গ দিয়েছে দীনেশ কার্তিক৷ আশা করি শেষ ম্যাচটাও দারুণ জমবে৷’ 

সবচেয়ে বড় প্রশংসাটি অবশ্য ধোনি পেয়েছেন তাঁর অধিনায়ক কোহলিরা কাছ থেকে। কোহলি বললেন, 'আজকের ম্যাচটা এমএসডির ক্লাসিক ছিল। তাঁর মাথাতে কী চলছে, এটা তিনিই জানেন। উনি খুব ভাল ক্যালকুলেশন করতে পারেন। বড় ছক্কা মারার ব্যপারেও আত্মবিশ্বাসী। ধোনি এবং দীনেশ কার্তিককে হ্যাটস অফ। ধোনি আগের মতোই মাথা ঠান্ডা রেখেছিলেন। আজকের রাতটা আমাদের জন্য স্পেশাল ছিল।'

Bootstrap Image Preview