Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:১১ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:৫২ PM

bdmorning Image Preview
ছবি বিডিমর্নিং


নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে  ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ  তাদের কাছ থেকে ৫পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাত ১০টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের অরবিন্দ ভৌমিক’র কাঠের গোড়াউন এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) উক্যৈসিং মারমা, উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো.জসিম উদ্দিন অভিযান চালিয়ে অরবিন্দ ভৌমিক’র কাঠের গোড়াউন থেকে ইয়াবা ও গাঁজাসহ তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত গাঁজাসেবী মো. শাহদাত হোসেন প্রকাশ ধ্বংস (৪০), পৌরসভা ২নং ওয়ার্ডের রামদীর মৃত আবদুল হামিদ’র ছেলে, ইয়বা ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩১) পৌরসভা ৮নং ওয়ার্ডের সিরাজ আলম’রছেলে। ধ্বংস এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। সাইফুল ইসলাম এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী, থানায় তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে।

Bootstrap Image Preview