Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে সাংবাদিকদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:২৭ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview
ছবি বিডিমর্নিং


হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধ: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০১৯ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা সাংবাদিকদের সমন্বয়ে একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল ১১ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে গোপালগঞ্জ সিভিল সার্জনের সম্মেলনকক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়। 

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. তরুণ মন্ডল। এছাড়াও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুলের বিশেষ বিশেষ দিকগুলি নিয়ে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা. বুদ্ধদেব সরকার।

কর্মশালায় জানানো হয়, এ পর্যায়ে জেলায় মোট ৬-১১ মাস বয়সের ২৪ হাজার ৩’শ ৩০ জন শিশুকে (যারা পাবে নীল ক্যাপস্যুল) এবং ১-৫ বছর বয়সের ১ লাখ ৬৭ হাজার ৮’শ ৮৯ জন শিশুকে (যারা পাবে লাল ক্যাপস্যুল) এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সারা দেশের ন্যায় আগামী ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় মোট ১ হাজার ৭’শ ৬০টি কেন্দ্রে এসব শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানো হবে।

Bootstrap Image Preview