Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কঙ্গনা আমার 'মেয়ে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:২২ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৫:২২ PM

bdmorning Image Preview


সম্প্রতি একটি মারাঠি অনুষ্ঠানে হাজির হন রেখা এবং কঙ্গনা। সেখানেই কঙ্গনাকে জড়িয়ে ধরেন তিনি। শুধু তাই নয় তাঁকে একটি শাড়িও উপহার দেন 'উমরাওজান' অভিনেত্রী। পাশাপাশি এও বলেন, বলিউডে যাঁকে যাঁকে তিনি পছন্দ করেন, ভালবাসেন, তাঁদের মধ্যে কঙ্গনা অন্যতম।

শুধু তাই নয়, তাঁর যদি কোনও মেয়ে থাকত, তাহলে সে কঙ্গনার মতই হত বলেও মন্তব্য করেন রেখা। যা শুনে উচ্ছ্বসিত হয়ে যান বলিউড 'কুইন'।

তবে শুধু কঙ্গনাকে নয়, ঐশ্বর্য রাই বচ্চনকেও নিজের 'মেয়ে'-র মতো করেই দেখেন রেখা। ঐশ্বর্যও তাঁকে একটি অনুষ্ঠানে প্রণাম করে প্রকাশ্যে 'মা' বলে সম্মোধন করেন। যা নিয়ে বলিউডে কম জল্পনা হয়নি। কঙ্গনা এবং ঐশ্বর্যর পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও রেখার বেশ ভাল সম্পর্ক বলেই জানা যায়। 

Bootstrap Image Preview