Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয়টি সকল মায়েদের উৎসর্গ করলেন আরাফাত সানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৭:২৫ PM

bdmorning Image Preview


বিপিএলে ক্যারিয়ারের সেরা বোলিংটা করে ফেললেন রাজশাহী কিংসের বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি। চার ওভার বোলিং করে মেডিনসহ আট রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। 

সানীর এই বোলিং ঝড়ে নিমিষেই লণ্ডভণ্ড হয়ে যায় ঢাকা ডাইনামাইটসের ব্যাটিংরা। দুর্দান্ত ফর্মে থেকেও অবশেষে ২০ রানের হার নিয়ে মাঠ ছাড়েন সাকিবরা। 

রাজশাহীর এই ম্যাচটা আজ একটি বিশেষ ম্যাচ ছিলো। মা'কে সম্মান জানানোর জন্য মিরাজরা জার্সিতে মায়ের নাম লিখে মাঠে নেমেছিলেন। বিশেষ এই দিনে বড় দলের বিপক্ষে জয় যেন স্মরণীয় হয়ে থাকলো। তাই ম্যাচটি সকল মায়েদের উৎসর্গ করলেন আরাফতা সানি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সানীর কাছে জানতে চাওয়া হয় মায়ের নাম লেখা জার্সি পরে খেলাতে বাড়তি কোন অনুপ্রেরণা দিয়েছে  কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আসলে মায়ের নাম নিয়ে খেলা সব সময় একটা গর্বের ব্যাপার। আমাদের টিম ম্যানেজমেন্টের আগে থেকেই একটা পরিকল্পনা ছিলো। তো আজকের দিনে আমরা জিতেছি আজকেই জার্সির পিছনে মায়ের নাম লেখা ছিলো। হয়তো আল্লাহ সব মায়েদের দোয়া কবুল করেছেন সেই জন্যই জিতেছি।'

ম্যাচটি কি মায়েদের উৎসর্গ করে সানি আরও বলেন,যেহেতু ঢাকা খুব ভালো ব্যাটিং করছে ওরা সব গুলো ম্যাচই জিতেছে । তো এই দলের সাথে খেলা খুব পেসারের একটা ম্যাচ ছিলো।যেহেতু বড় একটা ম্যাচ জিতেছি এটা বাড়তি পাওনা আমাদের জন্য।' ো

Bootstrap Image Preview