সিলেট পর্বের দ্বিতীয় দিলের খেলায় রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স।প্রথমে টসে হেরে ব্যাটিং করছে সিলেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ১৪ ওভারে ১২৬ রানে ১ উইকেট।
গত দিনের ব্যাটিং ব্যর্থতা ভুলে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ের শুরুটা দারুণ করেছে সিলেট সিক্সার্সের দুই ওপেনার লিটন দাস ও সাব্বির আহমেদ। এই দুই জুটি থেকে ৭৩ রানের এসেছে। এরপর সাব্বির ২০ রান করে বিদায় নিলে ওয়ার্নারের সাথে জুটি বেঁধে ব্যাটিং করছেন লিটন।
পয়েন্ট টেবিলে সব থেকে বাজে অবস্থানে আছে সিলেট সিক্সার্স। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ওয়ার্নাররা। অন্যদিকে পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছেন মাশরাফিরা।
সিলেট সিক্সার্সঃ লিটন দাস, সাব্বির রহমান, ওয়ার্নার, পোরান, অলক কাপালি, সোহেল তানভির, সন্দ্বীপ, তাসকিন আহমেদ, আফিফ , মেহেদী হাসান রানা, জাকের আলী।