Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুযোগ পেলে জাতীয় সংসদে ভূমিকা রাখতে চাই: গাজী লিপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫০ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫০ PM

bdmorning Image Preview


সবেমাত্র অনুষ্ঠিত হয়ে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ আওয়ামী লীগের নিরস্কুশ বিজয়ে উচ্ছাসিত দলটির নেতাকর্মীরা। এবার দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে।

গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র সংগ্রহ শুরু করেছেন।

এবারের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে মঙ্গলবার (১৫ জানুয়ারি) মনোনয়নত্র সংগ্রহ করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি গাজী লিপি। তিনি গোপালগঞ্জ কোটালীপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী বুলবুলের সহধর্মিনী।

গাজী লিপি বলেন, 'জননেত্রী শেখ হাসিনা নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধে অনেক কাজ করেছেন, যা পুরো বিশ্বে প্রশংসা অর্জন করেছে। সেই উন্নয়নের ধারায় অংশগ্রহণ করতে একাদশ জাতীয় সংসদে ভূমিকা রাখতে চাই।'

গাজী লিপি বলেন তার রাজনৈতিক জীবন সম্পর্কে বলেন, '২০০২ সালে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগ গঠন করেন। বাংলাদেশ যুব মহিলা লীগে তখন থেকেই আমার যাত্রা শুরু। এর আগে মহিলা আওয়ামী লীগে ছিলাম। ছাত্রজীবনেও রাজনীতির সাথে জড়িত ছিলাম।'

তিনি আরও বলেন, '২০০১ থেকে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। ২০০৪ সালে বিএনপি জোটের পুলিশের হাতে আন্দোলনের সময় নির্যাতনের শিকার হয়েছিলাম। বহু ত্যাগ শিকার করেছি বলেই বাংলাদেশ আজ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে।'

প্রসঙ্গত, এর আগে গেলো ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচন ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয়। এতে ২৮৮টি আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।

Bootstrap Image Preview