Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হত্যার বিচার, মুক্তি ও ছাঁটাই নির্যাতন বন্ধের জোর দাবিতে শ্রমিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


সরকারি কাঠামো অনুযায়ী ন্যায্য ও বকেয়া বেতন-ভাতার দাবিতে বেশ কয়েক দিন লাগাতার আন্দোলনে করে আসছিলো ঢাকা ও আশে পাশের তৈরী পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনরত শ্রমিকদের নির্যাতন , গ্রেফতার, ছাটাই এবং হত্যা বন্ধের দাবি জানিয়ে এক প্রতিবাদী শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন। 

আজ বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে তারা এসব দাবি জানান। এতে বর্তমান বাজারের সাথে সঙ্গতিপূর্ণ মজুরি নির্ধারণ করা হয়নি বলেও তারা দাবি করেন। উক্ত দাবিতে জাতীয় প্রেসক্লাবের সমাবেশে সংগঠনের সমন্বয়ক শবনম হাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা তাসলিমা আক্তার, ইয়াসিন মিয়া, রাজু আহমেদ, মীর মোফাজ্জল হোসেন, ফয়েজ আহমেদ, আমিনা খাতুন, অরবিন্দু ব্যাপারী প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষভ মিছিল শেষে বক্তাগণ বলেন, অবিলম্বে গার্মেন্টস শ্রমিক সুমন হত্যার বিচার ও যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের নামে মিথ্যা হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে।

এসময় গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া, বাজার দরের সাথে সঙ্গতি রেখে মজুরী পুননির্ধারণ, গুলি করে শ্রমিক হত্যার সাথে যুক্ত পুলিশ ও ইন্ধন দাতাদের উপযুক্ত শাস্তি, নিহত শ্রমিকের এক জীবন আয়ের সমান ক্ষতিপূরণের জোড় দাবি করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview