সিলেট পর্বের দ্বিতীয় দিলের খেলায় রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স।প্রথমে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে ।
সিক্সার্সের দেওয়া এই বিশাল রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই হারিয়ে ফেলে রংপুর। রানের খাতা ভারি না হওয়ার আগেই যখন উইকেটের খাতি ভারি হতে থাকে তখন চাপে ব্যাটিং করতে থাকেন গেইল।
কিন্তু তিনিও বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না সিক্সার্স বোলারদের সামনে তিন ওভারের মাথায় মাত্র ৭ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে গেলেন সাজ ঘরে। এরপর মিথুন আর রুশোর ব্যাটিং জয়ে দিকে এগিয়ে যেতে থাকে রংপুর।কিন্তু রুশোর সেই রান বেশি দীর্ঘ হতে দেয়নি পেসার তাসকিন । খেলার ১২ তম ওভার বোলিং করতে এসে ৫৮ রানে ব্যাটিংয়ে থাকা রুশোর উইকেট উড়িয়ে দেন তিনি।
রুশোর বিদায়ের কয়েক ওভার পরেই ৩৫ রান করে বিদায় নেন মিথুন । এই দুই জুটি হারিয়ে আবার ব্যাটিং বিপর্যয় পড়ে রংপুর। এরপর ক্যাপ্টেন ম্যাশ নিজেই হাল ধরেন খেলার কিন্তু তাঁর ৩৪ রানের ব্যাটিংও শেষ রক্ষা করতে পারলো না। অবশেষে ২৭ রানের হার নিয়ে মাঠে ছাড়ে মাশরাফিরা।
রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ
গেইল(৭), মারুফ(৩), হ্যালস(০), রুশো(৫৮), মিথুন(৩৫), হাওয়েল(১৩), মাশরাফি(৩৪)* নাহিদু(৫)*।
উইকেট নিয়েছেনঃ রানা(২), সন্দ্বীপ লামিচান(১)
সোহেল তানভির(১)।
গত দিনের ব্যাটিং ব্যর্থতা ভুলে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ের শুরুটা দারুণ করেছে সিলেট সিক্সার্সের দুই ওপেনার লিটন দাস ও সাব্বির আহমেদ। এই দুই জুটি থেকে ৭৩ রানের এসেছে। এরপর সাব্বির ২০ রান করে বিদায় নিলে ওয়ার্নারের সাথে জুটি বেঁধে ব্যাটিং করে লিটন।
এরপর লিটন ৭০ রানে রানআউট হলে ম্যাচের দায়িত্ব একাই নেন ওয়ার্নার। একবার ডান হাতে ব্যাটিং এক বার বাঁ-হতে ব্যাটিং করতে থাকেন। ডান হাতে ব্যাটিং করে তিনি একটি ছক্কা ও দুটি চার মারেন। শেষ ওভার পর্যন্ত খেলে তিনি ৬১ রানে অপরাজিত থাকেন।
সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ
লিটন(৭০), সাব্বির(২০), পোরান(২৬), আফিফ(৬), জাকির(০) ও ওয়ার্নার(৬১)*।
উইকেট নিয়েছঃ শফিউল(৩) ও হাওয়েল(১)।
পয়েন্ট টেবিলে সব থেকে বাজে অবস্থানে আছে সিলেট সিক্সার্স। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ওয়ার্নাররা। অন্যদিকে পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছেন মাশরাফিরা।
সিলেট সিক্সার্সঃ লিটন দাস, সাব্বির রহমান, ওয়ার্নার, পোরান, অলক কাপালি, সোহেল তানভির, সন্দ্বীপ, তাসকিন আহমেদ, আফিফ , মেহেদী হাসান রানা, জাকের আলী।
রংপুর রাইডার্সঃ মাশরাফী, মিথুন, মারুফ, সোহাগ, ফরহাদ, গেইল, হ্যালস, হাওয়েল, নাহিদুল, রুশো, শফিউল।