Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেসিডেন্টকে মাদক সম্রাট ‘এল চাপোর’ ঘুষ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:৫১ AM

bdmorning Image Preview


মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো’ গুজমান দেশটির সাবেক প্রেসিডেন্ট এরিকে পেইনা নিয়েতোকে ১০ কোটি ডলার ঘুষ দিয়েছিলেন।

মঙ্গলবার(১৫ জানুয়ারি) গুজমানের সাবেক সহযোগী আলেক্স ফিফুয়েন্তেস মার্কিন আদালতে সাক্ষ্য প্রদানকালে এ কথা বলেন।

সাবেক ওই সহযোগী জানান, ঘুষ দেওয়ার এ তথ্য মার্কিন কর্তৃপক্ষকেও জানান। নিজেকে গুজমানের ডানহাত হিসেবে বর্ণনা করেন তিনি। ২০১২ পেইনা নিয়েতো মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন; আর একই বছর ঘুষের অর্থগুলো দেওয়া হয়েছিল।

তবে সাবেক ওই প্রেসিডেন্ট ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন এবং একে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর হিসেবে আখ্যা দিয়েছেন। পেইনা নিয়েতো ২০১২ সালের ডিসেম্বরে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার আমলে গুজমান গ্রেপ্তার হন এবং ১৭ মাসের মধ্যে দুবার জেল ভেঙে পালান। পরে ২০১৬ সালে আবারও গুজমানকে আটক করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

Bootstrap Image Preview