Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন

রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:১৬ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview


'ক্রন্দিছে নিখিল বন্দী, হে নবীন মুক্ত কর তারে, নিয়ে চল আলো অভিসারে' এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে হলপাড়া দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গন সাহিত্য ও ক্রীড়া সংসদের আয়োজনে শহরের হলপাড়া এলাকায় এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন করেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। 

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু.সাদেক কুরাইশি, জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক সমির দত্তসহ প্রমুখ।

উদ্ভোধনী খেলায় অংশ নেয়, বোদা লাল দল বনাম সাম্য সাহিত্য সংসদ। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, টাঙ্গন সাহিত্য ও ক্রীড়া সংসদের সভাপতি সুদাম সরকার এবং সঞ্চালনা করেন, আব্দুল শহিদ বাবু। 

উল্লেখ্য, এই টুর্নামেন্টে প্রায় ৪০ টির মত দল অংশ নিবে এবং দেশের ব্যাডমিন্টন সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ থাকবে। 
 

Bootstrap Image Preview