Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর ইতালিতে আসার মধ্যে কোনো চ্যালেঞ্জ নেই: ইব্রাহিমোভিচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসাটাকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি মেসিকেও স্পেন ছেড়ে বেরিয়ে ইতালিতে আসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা জালাটন ইব্রাহিমোভিচের দাবি স্পেন ছেড়ে রোনালদোর ইতালিতে এসে কোনো চ্যালেঞ্জ নেননি। 

সপ্তাহখানেক আগে রোনালদো একটি সাক্ষাত্‍কারে বলেছিলেন, 'আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি ও আমার জাতীয় দল পর্তুগালে খেলেছি। মেসি এখনও স্পেনে। মেসির আমাকে বেশি প্রয়োজন। আমার কাছে জীবনটা একটা চ্যালেঞ্জ। আমি সেটা পছন্দ করি। মানুষকে খুশি রাখি।'

রোনাল্ডোর এই কথা শুনে ইব্রা ভোটবল নিউকে জানিয়েছেন, 'কোন চ্যালেঞ্জের কথা বলছে রোনালদো! ও কী চ্যালেঞ্জ নিয়েছে ? এমন একটা ক্লাবে এসেছে যারা চোখ বুজে সেরি আ জেতে। রোনালদো তাহলে কয়েক বছর আগে দ্বিতীয় ডিভিশন কোনও ক্লাব বেছে নিল না কেন? দেখতাম সর্বোচ্চ পর্যায় সেই ক্লাবকে নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন করানোর চেষ্টা করেছে। জুভেন্টাসে আসাটা কোনও চ্যালেঞ্জই নয়।'

ইতালিতে আসার চ্যালেঞ্জের কথা শুনে মেসি মার্কাকে দেওয়া এক সাক্ষাত্‍কারে বলেছিলেন, 'আমার কোনও পরিবর্তনের প্রয়োজন নেই। পৃথিবীর সেরা টিমে আমি রয়েছি। প্রতি বছর আমার চ্যালেঞ্জ নবীকরণ হয়। নতুন কোনও লক্ষ্যের জন্য দল পরিবর্তনের প্রয়োজন নেই আমার। আমি ঘরেই আছি। রোনালদোর সঙ্গে অত্যন্ত স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা ছিল আমার। ফ্যানেরাও সেটা উপভোগ করেছে।'

Bootstrap Image Preview