Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চালের মান বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না: খাদ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০২:৪১ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


দেশের বিভিন্ন স্থান থেকে চাল সংগ্রহ করার ক্ষেত্রে চালের মান ও ওজনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত চাল মজুদ আছে। আমদানির কোনও প্রয়োজন নেই। এ বিষয়ে খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। খাদ্য বিভাগে দুর্নীতির কোনও সুযোগ নেই। সবাইকে পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত চাল মজুদ থাকায় আপাতত চাল আমদানির কোনো প্রয়োজন নেই। খাদ্যবিভাগে দুর্নীতির কোনো সুযোগ নেই। 

এসময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও জেলা খাদ্যনিয়ন্ত্রক কামাল হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview