Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির দলে আফ্রিদি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview



হেড লাইনের নাম দেখে কেউ ভুল করে শহীদ আফ্রিদি ভাববেন না। এই আফ্রিদির বাড়ি চট্টগ্রাম ১৫ বছরের এই তরুণ লেগ স্পিনারের নাম মিনহাজুল আবেদীন আফ্রিদি। তাকে নিয়ে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছে। রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ ও সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক আফ্রিদিকে খুব অল্প সময়েই বাংলাদেশ দলে দেখতে পাচ্ছেন।

শুধু তাই নয়, আগামী ১৯ তারিখ সিলেট সিক্সার্সের বিপক্ষে মাশরাফি একাদশে দেখা যেতে পারে এই ডান হাতি লেগ স্পিনারকে। সিলেটের বিপক্ষে মাঠে নামার আগে আফ্রিদিকে নিয়ে বেশ কাজ করেছেন রংপুরের প্রধান কোচ টম মুডি ও স্পিনার রফিক।

তাকে দিয়ে প্রায় ৩০ মিনিটের মত বোলিং করিয়েছেন। এরপর নেটে ২৫-২৫ মিনিট ব্যাটিংও করিয়েছেন। আফ্রিদিকে নিয়ে এতো পরিচর্যায় বুঝিয়ে দিচ্ছে তাঁর বিপিএলে অভিষেক হওয়া কতটা নিশ্চিত।

আফ্রিদি এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন। জিম্বাবুয়ের বিপিক্ষে চিটাগংয়ের মাঠে তিন ওভার বল করে ১১ রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন তিনি। 

রংপুরের নেটে বল করতে এসে রংপুরের স্কোয়াডে সুযোগ পেয়ে যাওয়া আফ্রিদি সম্পর্কে রফিকের ভবিষ্যতবাণী, 'আসলে ছেলেটা হতে পারে নতুন এসেছে। তবে এটা কিন্তু একটা চমক হবে যদি সে খেলতে পারে। আর ছেলেটা খেলা শোনে এবং কাজ করে। 

'এই ছেলেটার যদি এখানে অভিষেক করে, তাহলে পরের বছরের মধ্যেই সে কিন্তু আতঙ্কে পরিনত হবে। আমি ওর ভেতর যা গুণ দেখছি, বাংলাদেশের ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। আমি এতটুক গ্যারান্টি দিতে পারি, ছেলেটা যদি একটা বছর খাটে, তাহলে এক-দেড় বছরের মধ্যে বাংলাদেশ দলে খেলবে।'

আফ্রিদিকে রংপুরের ক্যাম্প শুরু হওয়ার পর থেকে কাছ থেকে দেখে আসছেন তিনি। রফিকের জহুরীর চোখ বলছে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত সকল রশদ আছে আফ্রিদির কাছে।

Bootstrap Image Preview