Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্রেক্সিট ভোটাভুটিতে অংশ নিয়ে আলোচনায় টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৩:৪৭ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী তেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির ভোটাভুটিতে অন্তঃসত্ত্বা অবস্থায় অংশ নিয়ে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।

ভোটাভুটিতে বিপর্যকর হার হলেও অনাস্থা ভোটে কোনোমতে টিকে গেলেন তেরেসা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের এ ভোটাভুটিতে অংশ নেয়ার কথা ছিল না। কারণ তিনি দ্বিতীয়বার সন্তান জন্ম দিতে চলেছেন।

যখন ভোটাভুটিতে অংশ নিতে আসেন, তখন তার অস্ত্রোপচার কক্ষেই থাকার কথা ছিল। কিন্তু ব্রেক্সিট ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় তিনি ভোট দিতে পার্লামেন্টে যান। পার্লামেন্টে নীল পোশাক পরে ও হুইলচেয়ারে বসে থাকতে দেখা গেছে টিউলিপকে।

এ ব্যাপারে তিনি জানিয়েছেন, ভোটাভুটিতে অংশ নিতে নিজের সন্তান জন্ম দেয়ার দিনক্ষণ চলতি সপ্তাহের শেষে নিয়ে গেছেন।

সিজার করাতে বঙ্গবন্ধুর এ নাতনিকে সোম কিংবা মঙ্গলবার যেতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু পার্লামেন্টে ভোট দেয়ার জন্য তিনি সেটি বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে নেন।

টিউলিপ বলেন, চিকিৎসকের দেয়া পরামর্শের একদিন পরও যদি আমার সন্তান পৃথিবীতে আসে, তবে সে এমন এক পৃথিবীতে আসবে যেখানে ব্রিটেন ও ইউরোপের মধ্যে জোরালো সম্পর্কের সুযোগ থাকবে।

Bootstrap Image Preview