বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন সেল ৩৬০ ডিগ্রির অনুসন্ধানী প্রতিবেদন ও ক্যামেরা পারসনের উপরে সংবাদ সংগ্রহের সময় আটকে রেখে মারধর করা হয়েছে। বগুড়ায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে এই হামলার শিকার হন অনুসন্ধানী প্রতিবেদক এস এম জিয়া ও ক্যামেরা পারসনের তানভীর মিজান।
বগুড়ার সদর থানার মালতী নগর রিয়েল লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ ও কথা বলার জন্য ইনভেস্টিগেশন সেল ৩৬০ ডিগ্রির অনুসন্ধানী প্রতিবেদন এস এম জিয়া ও ক্যামেরা পারসন তানভীর মিজান সেখানে গেলে তাঁদের উপরে হামলা করে নিরাময় কেন্দ্রের অবস্থান করা দুর্বৃত্তরা।
এব্যাপারে যমুনা টিভির প্রতিবেদক এস এম জিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা প্রতিবেদনের তথ্য নিতে গেলে কোন কিছু বুঝে উঠার আগেই ১০-১২ জন মিলে আমাদের মারতে শুরু করে। পরে দুই ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালানো হয় এবং তাঁদের নানা তথ্য সম্বলিত ক্যামেরার কার্ড ও মোবাইল ছিনিয়ে নেয় তাঁরা। এবিষয়ে কথা বলার জন্য ইনভেস্টিগেশন সেল ৩৬০ ডিগ্রির এডিটর অপুর্ব আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। পরে ৩৬০ ডিগ্রি অন্য এক প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানায়, বগুড়া জেলার এসপি আলী আশরাফ এবিষয়টি দায়িত্ব দিয়েছেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সনাতন চক্রবর্তীকে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সনাতন চক্রবর্তীর সাথে কথা হলে তিনি জানান, তাৎক্ষনিকভাবে সাংবাদিকদের উপরে হামলাকারীদের মধ্যে থেকে তিনজনকে আটক করা হয়েছে। আহত সাংবাদিকরা বগুড়া সদর থানার মালতী নগর পুলিশ ফাঁড়িতে রয়েছেন। আর মামলা দায়ের করার জন্য কাজ চলছে।