Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এক ঘুষিতেই চুরমার ৩ কোটি টাকার ফ্ল্যাটের দেয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


এটি কোনো হলিউড ছবির দৃশ্য নয়, আর ওই ব্যক্তি জনপ্রিয় কমিক চরিত্র হাল্কও নয়। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে মুম্বাইয়ের এক ভদ্রলোকের সঙ্গে। তিনি তিন কোটি টাকা ব্যয়ে একটি ফ্ল্যাট কেনেন। কিন্তু কেনার পর দেখেন ফ্ল্যাটের দেয়াল রীতিমতো ভঙ্গুর। এই পরিস্থিতিতে তিনি একটি ভিডিও করেন।

সেই ভিডিও পরে ইউটিউব ও ফেসবুকে আপলোড করে দেন। আর সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

সেখানে দেখা গেছে, নিজের বাড়ির দেয়ালে ঘুষি মারছেন এক ভদ্রলোক। আর তার সেই আঘাতে দেয়াল তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে।

কারণ, ওই ভিডিওটিতে তিনি দেখিয়েছেন, কীভাবে এক ঘুষিতে ভেঙে গেল দেয়াল।

৪ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, কার্ডবোর্ড জাতীয় কিছু দিয়ে দেয়ালটি তৈরি করা হয়েছে। ভেতরে গ্লাসউল জাতীয় কিছু দেয়া। সিমেন্টের কোনো চিহ্নই নেই।

জানা গেছে, ফ্ল্যাটে নিকাশির (পানি বের হতে সমস্যা) সমস্যা হচ্ছিল। সেই কাজ করাতে গিয়েই সামনে আসে এই তথ্য। তখনই দেখা যায়, দেয়াল তৈরিতে ইট ও সিমেন্টের বদলে কী ব্যবহার করা হয়েছে।

Bootstrap Image Preview