Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি ছাড়াই বৈঠকে ঐক্যফ্রন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা জোটের আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসেছেন। তবে এই বৈঠকে নেই বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকটিতে মির্জা ফখরুলের অনুপস্থিতিতে বিএনপির কোনও প্রতিনিধি দলকে উপস্থিত হতে দেখা যায়নি।

বুধবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়। মুখপাত্র ফখরুলের অনুপস্থিতির ব্যাপারে ঐক্যফ্রন্টের একাটি সূত্র দাবি করেছেন, অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেননি মির্জা ফখরুল।

বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মুনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত রয়েছেন।

Bootstrap Image Preview