Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুর্ঘটনার শিকার হিরো আলম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর রামপুরায় শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন আলোচিত-সমালোচিত অভিনেতা হিরো আলম।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজধানীর বনশ্রী ফরায়েজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে মুঠোফোনে হিরো আলম বলেন, শুটিং করার সময় আমার হাতে রড ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে বনশ্রীর ফরায়েজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অন্য হাসপাতালে ভর্তি করা হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে হেলমেট ছাড়া বাইকে চড়ে জরিমানা গুনেছেন সমালোচিত এ অভিনেতা।

রাজধানীর তেজগাঁও সিগন্যালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোটরসাইকেলে হেলমেট ছাড়া বসে থাকা হিরো আলমের ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে।

Bootstrap Image Preview