Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে ডাকাতসহ দুই মোটরসাইকেল চোর গ্রেফতার

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ডাকাত ও দুই মোটরসাইকেল চোর গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ভোররাতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল গোপন সংবাদের ভিত্তিতে রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও দুটি ডাকাতির মামলা রয়েছে।

এ সময় পুলিশ তার কাছ থেকে ১টি বড় চোরা, ১টি কিরিচ, ১টি কোরাবাড়ি, ১টি চাইনিজ কুড়াল, ১টি মোবাইল সেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত ডাকাত ইসমাইল হোসেন (২৬), প্রকাশ লম্বা জিয়া রামপুর ইউনিয়েনর ৫নং ওয়ার্ডের আবদুল আজিজের ছেলে।

অন্যদিকে, উপজেলার চরহাজারী ১নং ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন সালাহ উদ্দিন ফোলট্রি কমপ্লেক্সের সামনে থেকে গতকাল রাত ৯টায় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুই মোটরসাইকেল চোরকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয় এলাকাবাসী রাত ১২টার সময় দুই মোটরসাইকেল চোরকে পুলিশে সোপর্দ করে।

এ সময় এলাকাবাসি মোটরসাইকেল চোরদের কাছ থেকে আরও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। 

আটককৃত মোটরসাইকেল চোর নুর আলম (২৪), চরহাজারী ১নং ওয়ার্ডের ইয়াছিন’র ছেলে ও আটককৃত তৌহিদুর রহমান ফরহাদ (২২), চরহাজারী ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম’র ছেলে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, দুটি ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Bootstrap Image Preview