Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হুজুরের পাঞ্জাবিতে ‘জ্বিনের আগুন’, নেভালো ফায়ার সার্ভিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেনীর ফুলগাজী উপজেলার নিলক্ষীর গ্রামের বাসিন্দা রাবেয়া বসরী। তার ঘরের বিভিন্ন কোনায় ক’দিন পরপরই হঠাৎ জ্বলে ওঠে আগুন। এটাকে নির্ঘাৎ জ্বিনের কাণ্ড-কারখানা ভেবে বসেন পরিবার। তাই জ্বিনের আসর তাড়াতে ডেকে আনলেন ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার এক হুজুরকে। এরপর যে কাণ্ড ঘটে তার জন্য প্রস্তুত ছিলেন না রাবেয়া বসরীসহ পরিবারের কেউ।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়ির বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখেন তারা।

রাবেয়া বসরী জানান, পুরো ব্যাটারটাকে জ্বিনের কাণ্ড ভেবেই পানি পড়া দিতে ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার হুজুরকে ডেকে আনেন। পানি পড়ার সময় ঘরের কোনায় খড়ের কাঠিতে জ্বলা আগুন দপ করে জ্বলে ওঠে হুজুরের জামার পেছনে। বাঁচার জন্য শুরু হয় সেই হুজুরের দৌড়াদৌড়ি। আর এর ফাঁকে সেই আগুন ছড়িয়ে পড়ে খড়ের গাদায়।

এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। এলাকাবাসীর সহায়তায় প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে খড়ের গাদার আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

সিনিয়র ফায়ার ম্যান বেলাল হোসেন জানান, আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, ফুলগাজী থানার সেকেন্ড অফিসার আনবিক চাকমা, এএসআই নুরুল হুদা, বিআরডিবির চেয়ারম্যান মো. সেলিম ও ইউপি সদস্য মজিবুর রহমান মিয়াজি।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুষ্ক মৌসুমে খড়ের মাঝে অসাবধানতাবশত আগুন লাগতে পারে।

Bootstrap Image Preview