Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ৪১৫ পিস ইয়াবাসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪৫ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গাইবান্ধা সদর উপজেলায় ৪১৫ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শফিকুল ইসলাম একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক লাখ ২৪ হাজার ৫০০ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর এলাকায় অভিযান চালিয়ে ৪১৫ পিস ইয়াবাসহ শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview