Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৫৪ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও গোকুল দাস নামে একজনকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর পৌরসভার পুরাতন আদালত রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি এ অভিযান পরিচালনা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরাতন আদালত রোডের দীলিপ দাসের বাসার ছাদ থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া কারেন্ট জালের বাজার মূল্য অনুমানিক ৪০ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview